বৃহস্পতিবার রাতে, গ্রেপ্তারের বিষয়টি সিআইডির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। মুন্না রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে তার মামা ডোম জতন কুমার লালের সহযোগী হিসেবে কাজ করতো
সিআইডি জানায়, প্রায় এক বছর ধরে সিআইডির ডিএনএ ল্যাবে কয়েকটি লাশের নমুনায় ধর্ষণের আলামত পাওয়া যায়। তবে ধর্ষণের ঘটনা মৃত্যুর পরে ঘটেছে। এই সূত্র ধরে সিআইডি অনুসন্ধানে নামলে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে মুন্না ভক্তকে চিহ্নিত করা হয়। ডোমের কাজে জড়িত মুন্না হঠাৎ করে গা ঢাকা দেয়। সে চার বছর ধরে ডোম যতীন সরকারের সহযোগী হিসিবে কাজ করছিলো।
বৃহস্পতিবার মুন্নাকে আটক করে সিআইডি। তার বিরুদ্ধে মৃতের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
সূত্র, DBC বাংলা