বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের’ বিশ্ব শিক্ষক দিবস -২০২০’পালন

প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি:
আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস।এ দিবসকে কেন্দ্র করে বিশ্বের অন্যসব দেশের মতন বাংলাদেশের বিভিন্ন শিক্ষক সংগঠনও বিভিন্ন কর্মসূচি পালন করছে।আজ এ দিবসকে কেন্দ্র করে বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটিও এক বিশেষ আলোচনা সভার আয়োজন করে খুলনাস্থ নিজস্ব কার্যালয়ে। উক্ত সংগঠনের সম্মানিত সভাপতি ইমদাদুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বর্তমান বাংলাদেশে শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে ঘন্টা ব্যাপি আলোচনা চলে।এ বিষয়ে বক্তারা বর্তমান বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে বেসরঃঅনার্স-মাস্টার্স শিক্ষকবৃন্দের ২৮বৎসরের ননmpoজীবন যাপনকে পৃথিবীর অন্যতম নির্মম ও কলঙ্কিত অধ্যায় বলে আখ্যায়িত করে।
বক্তারা আরো বলেন,বর্তমান বাংলাদেশে বঙ্গবন্ধু তনয়া ক্ষমতায় থাকতেও এই দাসপ্রথা সম নন এমপিও ব্যবস্থা শুধু বেসরঃঅনার্স-মাস্টার্স স্তরেই নয়, শিক্ষার কোন স্তরেই এ অমানবিক মধ্যযুগীয় অপকৌশল মেনে নেয়া যায় না।এ বিষয়ে উক্ত সংগঠনের সভাপতি ইমদাদুল হক তাঁর বক্তৃতায় বলেন,যে মমতাময়ী নেতৃত্বের ছায়াতলে ভীনদেশী রোহিঙ্গা মাও নিরাপদ বোধ করেন,যে সাহসী নেতৃত্বের গুনে বিশ্বকে তাক লাগিয়ে পদ্মাসেতু সম্ভব, যে নেতৃত্বের দৃঢ়তায় চক্রান্তকারী বিশ্ব শক্তিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে স্বাধীন বাংলাদশের কলঙ্ক মোচনের কাঙ্খিত মানবতা বিরোধী অপরাধের বিচার সম্ভব হয়েছে সেই দেশে ২৮বৎসর বেতনহীন শিক্ষক জীবন কোনভাবেই মেনে নেয়া যায় না!তিনি আজ এই শিক্ষক দিবসে এ বিষয়ে এখন মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।এবং অতি সম্প্রতি কিছু মতলবাজ শিক্ষক /সংগঠন বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্নের অপচেষ্টা হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবির তিব্র নিন্দা জানান। সব শেষে গত ৬/৯/২০২০,জাতীয় প্রেসক্লাব ও দেশের বিভিন্ন জেলা শহরে আয়োজিত মানববন্ধন কর্মসূচি ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানে অংশ গ্রহনকারী শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।উল্লেখ্য যে উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও জুম এ্যাপসের মাধ্যমে শিক্ষক নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
|
|