ফুলপুরে গরু চুরির অভিযোগে আটক ৩

অনলাইন ডেস্ক:ময়মনসিংহের ফুলপুরে গরু চুরির অভিযোগে জনতার হাতে ৩ জন আটক হয়েছেন। শনিবার (৫ মার্চ) বেলা দেড়টার দিকে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের খরিয়াঘাট এলাকায় তারা আটক হন।
আটককৃতরা হলেন- ফুলপুর পৌরসভার দিউ গ্রামের আইনলের ছেলে এহসানুল হক (৩০), শামছুলের ছেলে সায়মন মিয়া (২০) ও সাহাপাড়া গ্রামের বিমল সাহার ছেলে হৃদয় সাহা। এ ঘটনায় গরুর মালিক ফুলপুর পৌরসভার দিউ গ্রামের আজিজুলের স্ত্রী শিউলি আক্তার বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কবির জানান, ভাইটকান্দি ইউনিয়নের খরিয়াঘাট এলাকা দিয়ে ৩ জন মিলে একটি গরু নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাদেরকে ধরে রেখে থানায় খবর দেওয়া হয়। এরপর ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। গরুর মালিক বিষয়টি জানতে পেরে থানায় যান ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গরুটি মালিকের কাছে দিয়ে দেওয়া হয়েছে আর আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা এখন ফুলপুর থানা হাজতে রয়েছে। আগামীকাল রবিবার তাদেরকে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
সূএ: বাংলাদেশ প্রতিদিন।