নড়াইল জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা

নড়াইল জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচ
নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির বর্ধিত ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগষ্ট শনিবার দুপুর নড়াইল টাউন ক্লাবে জেলা জাতীয় পার্টির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজের সভাপতিত্বে সভায় দলের সাংগঠনিক কর্মকান্ড ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে করণীয় সহ সাংগঠনিক বিষয় নিয়ে দিক-নিদের্শনামূলক বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিকদার হাদিউজ্জামান, সহসভাপতি আবুসাঈদ, সাংগঠনিক সম্পাদক কাজী শহিদুল ইসলাম সহ অনেকে।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। এর আগে গত বছরের ৫ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমী চত্বরে জেলা জাতীয় পার্টির সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা জাতীয়পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। দীর্ঘ ৮মাস পর ১১১ সদস্য বিশিষ্ট জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত হলো।