Type to search

নড়াইলের লোহাগড়ায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এসপি মেহেদী হাসানকে ক্রেস্ট প্রদান

অপরাধ

নড়াইলের লোহাগড়ায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এসপি মেহেদী হাসানকে ক্রেস্ট প্রদান

উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
নড়াইলের লোহাগড়ায় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসপি মেহেদী হাসানকে ক্রেস্ট প্রদান নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা কাজীপাড়া জামে মসজিদ ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার উদ্যোগে দিনব্যাপী ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, আজান, হামদ-নাত, গজল ইত্যাদি প্রতিযোগিতায় বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পুলিশ সুপার প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরিশেষে আয়োজক কমিটি পুলিশ সুপারকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, এধরনের প্রতিযোগিতার মাধ্যমে সুপ্ত প্রতিভা বিকশিত হয়। আজ যারা ভালো করেছে তারা একসময় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে নড়াইল জেলার সুনাম বয়ে আনবে। পরিশেষে তিনি তাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল, অনিমেষ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার, লোহাগড়া কাঞ্চন কুমার রায়, অফিসার ইনচার্জ, লোহাগড়া থানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।