Type to search

নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন

অভয়নগর রাজনীতি

নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন

স্টাফ রিপোর্টার : নওয়াপাড়া পৌরসভা নির্বাচনের ঘোষিত তফশিল মোতাবেক বৃহস্পতিবার(২৫/৩/২১) ছিলো প্রতীক বরদ্দের দিন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৩ জন মেয়র, ১১জন সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ও ৫৫ জন সাধারন কাউন্সিলর পদের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। এর আগে বুধবার মনোনয়ন পত্র প্রত্যাহার করেন স্বতন্ত্র হিসাবে দাখিল করা মেয়র প্রার্থী রবিন অধিকারী ও ফারুক হোসেন। এছাড়া বিভিন্ন ওয়ার্ড থেকে চারজন সাধারন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।প্রত্যাহার করা কাউন্সিলর প্রার্থীরা হলেন ৩ নং ওয়ার্ড থেকে এস এম রফিকুজ্জামান টুলু, ৪নং থেকে আব্দুল মজিদ শেখ, ৫নং থেকে মারুফুজ্জামান এবং ৯নং ওয়ার্ড থেকে মো: ইসরাইল সরদার।
সর্বশেষ মেয়র পদে ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫৫ জন প্রার্র্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতায় নেমেছেন। আগামী ১১ এপ্রিল ভোট গ্রহণ করা হবে।
মেয়র পদে প্রতীক পেলেন আ.লীগের প্রার্থী সুশান্ত কুমার দাস শান্ত (নৌকা) ,ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী এইচ এম মহসিন(হাতপাখা), ও জাতীয় পার্টির প্রার্থী মো; আলমগীর হোসেন ফারাজী(নাঙ্গল)।