Type to search

নওয়াপাড়া ইনস্টিটিউটের উদ্যোগে চক্ষু ক্যাম্প ও বৃক্ষরোপণ উদ্বোধন

জাতীয়

নওয়াপাড়া ইনস্টিটিউটের উদ্যোগে চক্ষু ক্যাম্প ও বৃক্ষরোপণ উদ্বোধন

নওয়াপাড়া অফিস
যশোরের অভয়নগরে নওয়াপাড়া ইনস্টিটিউটের সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও বৃক্ষরোপণ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে ইনস্টিটিউট অঙ্গনে বৃক্ষরোপণ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যার সরদার অলিয়ার রহমান ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। এ সময় অতিথিবৃন্দ তিনটি গাছের চারা রোপণ করেন।
অপরদিকে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং নাভানা গ্রæপের পৃষ্ঠপোষকতায় নওয়াপাড়া ইনস্টিটিউটে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পে নয়জন চক্ষু চিকিৎসক দিনব্যাপী বিভিন্ন ধরণের ৬৬০ জন রোগীকে চিকিৎসা দেয়। এরমধ্যে ১২০ জন চোখে সানি পড়া ও ১৫ জন নালী ঘা রোগী অপারেশনের জন্য বাছাই করে। এরমধ্যে ৬০ জন রোগীর চক্ষু অপারেশনের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকী ৬০ জনকে পরবর্তিতে অপারেশন করা হবে। এছাড়া ১০০ শত রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইনস্টিটিউটের সভাপতি দিলীপ কুমার সাহা, সহসভাপতি সরদার মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, রোকনুজ্জামান বাদশাসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। নওয়াপাড়া ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন জানান, প্রতিবছরের ন্যায় এবারও নওয়াপাড়া ইনষ্টিটিউটের সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও বৃক্ষরোপণ উদ্বোধন করা হয়েছে। চক্ষুক্যাম্পে শতশত গরীব অসহায় রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে থাকে।