Type to search

দৈনিক বিডি খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক লিটন দত্ত ৪দিন যাবত নিঁখোজ,

নড়াইল

দৈনিক বিডি খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক লিটন দত্ত ৪দিন যাবত নিঁখোজ,

মোবাইলে হুমকি নিঁখোজের কারণ
দৈনিক বিডি খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক লিটন দত্ত ৪দিন যাবত
নিঁখোজ,থানায় জিডি দায়ের

নড়াইল প্রতিনিধি
দৈনিক বিডি খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক লিটন দত্ত ৪দিন যাবত নিঁখোজ
রয়েছেন। তাঁর মোবাইল ফোনটি (০১৯১০-১৯১৯১৯) বন্ধ থাকায় সহকর্মী ও স্বজনদের
মধ্যে উদ্বেগ উৎকন্ঠা বেড়েই চলেছে। সম্প্রতি লিটন দত্তকে খুনের হুমকি
দেয়া একটি অডিও ভাইরাল হওয়ার পর থেকে সম্পাদক লিটন দত্ত নিঁখোজ থাকায় আইন
শৃংখলা রক্ষাবাহিনী ও সাংবাদিকদের সন্দেহের তীর খুনের হুমকি দাতার দিকে।
লিটন দত্তের নিঁখোজের বিষয়টি উল্লেখ করে বিডি খবর পত্রিকার নির্বাহী
সম্পাদক মির্জা মাহমুদ হোসেন রন্টু গত ১জুন সদর থানায় জিডি দায়ের করেন।
সূত্রে জানা গেছে ,নড়াইল সদর উপজেলার রায়খালী গ্রামের বাসিন্দা লিটন দত্ত
শহরের রুপগঞ্জ এলাকার বন্ধন কমিউিনিটি সেন্টারের ২য় তলায় রুম ভাড়া নিয়ে
বিডি খবর পত্রিকার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। অল্পদিনে জনপ্রিয়তা
পাওয়া পত্রিকাটির কন্ঠরোধ করতে শহরের কতিপয় চিহ্নিত সন্ত্রাসী দীর্ঘদিন
ধরে তাকে হুমকি ধামকি দিয়ে আসছিল। প্রকাশক ও সম্পাদক লিটন দত্তকে হুমকির
ভাইরাল হওয়া অডিওতে শোনা যায়,হুমকি দাতা বলছেন, তোর এমন কেউ নেই যে আমার
হাত থেকে তোরে রক্ষা করবে। তোর অফিসে এসে তোকে জীবনের মত শেষ করে দেব।
তুই যদি বাঁচতে চাস তাহলে অফিস ছেড়ে চলে যাবি। এই হুমকি পাওয়ার পর থেকে
জীবনের নিরাপত্তাহীনতায় ভীত সম্ভ্রস্ত হয়ে পড়েন তিনি। জীবিত আছেন নাকি
তাঁর জীবনে কোন দূর্ঘটনা ঘটেছে এমন অজানা আশংকার মধ্যে রয়েছেন সহকর্মীরা
ও পত্রিকাটির পাঠকবৃন্দ।