Type to search

তালায় শতবর্ষী বট গাছ উপড়ে চলাচলের বিঘ্ন 

সাতক্ষীরা

তালায় শতবর্ষী বট গাছ উপড়ে চলাচলের বিঘ্ন 

সাতক্ষীরা প্রতিনিধি):সাতক্ষীরার তালা উপজেলায় শতবর্ষী বট গাছ উপড়ে যানবাহনসহ সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ধানধিয়া ইউনিয়নের শানতলার গ্রামীণ প্রধান সড়কের উপর।

সরেজমিনে দেখা যায়,প্রায় দুই বছর আগে শতবর্ষী বট গাছটি উপরে পড়ে আছে। স্থানীয় মানুষ বিশাল এ বট গাছের আংশিক অংশ পাশে সরিয়ে রাখে। সরকারি গাছ হওয়ায় কেউ সড়ক থেকে গাছটি  সরাতে পারছে না।

দীর্ঘদিন রাস্তায় চলাচলকারী হামিদুর গাজী আক্ষেপ করে বলেন,বিশাল শতবর্ষী এই বট গাছটি প্রায় দুই বছর ধরে পড়ে আছে। ফলে দীর্ঘদিন ধরে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ঘটছে অনাকাঙিক্ষত দুর্ঘটনা। স্থানীয় প্রশাসনকে জানিয়ে কোন লাভ হচ্ছে না।

 

ধানধিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কাছে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, উপজেলার মাসিক সমন্বয় সভায় আমি গাছটি অপসারণের জন্য জানিয়ে ছিলাম। উপজেলা প্রশাসন আশ্বাস দিয়েছে দ্রুত অপসারণ করার পদক্ষেপ নেওয়া হবে।

 

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন বলেন,সরকারি গাছ হওয়া সরাতে সময় লাগছে। তবে জনসাধারণের চলাচলের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।