Type to search

জয়পুরহাটে ঘর পাচ্ছে ১৫২ গৃহহীন পরিবার

জাতীয়

জয়পুরহাটে ঘর পাচ্ছে ১৫২ গৃহহীন পরিবার

মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে জয়পুরহাটে ১৫২ ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর উপহার পাচ্ছে।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ সব তথ্য জানান জেলা প্রশাসক শরীফুল ইসলাম।

জেলা প্রশাসক জানান, ভূমিহীন ও গৃহহীনদের সরকারি ব্যবস্থাপনায় দুই শতক জমিতে দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা বাড়ির নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। নজরকারা এসব বাড়িতে রয়েছে পানি ও বিদ্যুৎ ব্যবস্থা, ইটের দেয়াল, কংক্রিটের মেঝে, সবুজ টিনের ছাউনি, একটি রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা। রয়েছে আধুনিক ও উন্নত জীবনযাত্রার সকল সুযোগ-সুবিধা। আগামী বৃহস্পতিবার (২১ জুলাই) ঘরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দীন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন ও জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।