Type to search

জহির রায়হানের ৮৯তম জন্মবার্ষিকীতে “স্বরণে রাসেল” বইটির মোড়ক উম্মোচন 

নড়াইল

জহির রায়হানের ৮৯তম জন্মবার্ষিকীতে “স্বরণে রাসেল” বইটির মোড়ক উম্মোচন 

উজ্জ্বল রায়, নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা, সাহিত্যিক জহির রায়হানের ৮৯তম জন্ম তিথিতে ময়মনসিংহ জহির রায়হান চলচ্চিত্র সংসদ ময়মনসিংহ জেলা শাখার সদস্য স.ম খাদিজা আল কুবরা জলির লেখা “স্বরণে রাসেল” বইটির মোড়ক উম্মোচন করা হয়।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) শোকের মাস আগস্টে ময়মনসিংহ সিটি কর্পোরেশন শহীদ শাহবুদ্দিন মিলনায়তনে  মোড়ক উন্মোচন মঞ্চে সন্ধ্যা ৭.৩০মিঃ  প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মসিক মেয়র ইকরামুল হক টিটু

মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক স্বপন ধর লেখক ও গবেষক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার উল হক রিপন সাবেক সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ, সভাপত্বিত করেন আরিফুল ইসলাম হাবিব সদস্য সচিব জহির রায়হান চলচ্চিত্র সংসদ ময়মনসিংহ জেলা শাখা, সঞ্চালনায় ছিলেন খালেদ হাসান সদস্য জহির রায়হান চলচ্চিত্র সংসদ ময়মনসিংহ জেলা শাখা ।

আরো উপস্থিত ছিলেন জহির রায়হান চলচ্চিত্র সংসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কবি ও চিত্রশিল্পী কুমার গৌতম,  জহির রায়হান চলচ্চিত্র সংসদ ময়মনসিংহ জেলা শাখার যুগ্ন-আহবায়ক সজীব রাজ (বিপিন),জহির রায়হান চলচ্চিত্র সংসদ ময়মনসিংহ শাখার সদস্য বিকে তপু, বিশিষ্ট ছড়াকার কবি করোনা যোদ্ধা আলী ইউসুফ, বিভাগীয় চারু পর্যদের সভাপতি মোঃ রাজন, কবি ও প্রাধান শিক্ষক ছৈয়দ রায়হান উদ্দিন( কে বি স্কুল), কবি ও প্রধান শিক্ষক নিবেদিতা শেলী( ধারাপাত স্কুল),নন্দিত উপস্থাপক ও নাট্যকর্মী মোঃ হাসনাত জামান সবুজ, চিত্রশিল্পী মনিরা আক্তার সহ  বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্ধ সহ প্রমুখ।