Type to search

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো ইটের ভাটার চালিত ট্রাক্টটার চালকের প্রাণ, হেল্পার আহত

চৌগাছা

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো ইটের ভাটার চালিত ট্রাক্টটার চালকের প্রাণ, হেল্পার আহত

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় ভাটায় ব্যবহৃত ট্রাক্টর উল্টে চালক রুবেল হোসেন (২৫) এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই গাড়ির হেল্পার মারুফ হোসেন (২৪)।

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহজাদপুর বিওপি ক্যাম্পের পাশের কমিউনিটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল শার্শা থানার উলাশী ইউনিয়নের পানবুড়ি গ্রামের আব্দুল ওহাবের ছেলে। ও আহত মারুফ একই এলাকার শফিকুল ইসলামের ছেলে।

আহত মারুফ হাসপাতালে সাংবাদিকদের জানান, তারা দুজনই হীরা ব্রিকসের ট্রাক্টর গাড়িতে চালক ও হেল্পারের কাজ করেন। মঙ্গলবার স্বরুপদাহর মাশিলা বাজারের পাশে ইট নামিয়ে ফেরার পথে চৌগাছার অন্তর্গত কাবিলপুর কমিউনিটি সেন্টার এর ১০০ গজ সামনে থাকা রাস্তার মোড় ঘোরার সময় চালক রুবেল হোসেন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কপোতাক্ষ নদীর ধারে গাড়ি উল্টে ফেলে। এতে চালক রুবেল গাড়ির নিচে চাপা পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। এসময় স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আল-ইমরান বলেন, মাথায় মারাত্মক আঘাত পাওয়ায় হাসপাতালে আনার পূর্বেই রুবেলের মৃত্যু হয়েছে। এবং তার সাথে থাকা মারুফ সামান্য আঘাত পেলেও এখন শঙ্কামুক্ত।

চৌগাছা থানার ওসি (তদন্ত) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।