Type to search

চৌগাছায় ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ

চৌগাছা

চৌগাছায় ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে যশোরের চৌগাছা উপজেলার সমবায়ীবৃন্দদের অংশগ্রহনে ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১০ মার্চ) সকাল ১০.০০ টায় উপজেলা কৃষি প্রশিক্ষন মিলনায়তনে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ও পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক জিল্লুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোস্বামী,জেলা সমবায় কর্মকর্তা মোক্তাদির রহমান,উপজেলা সমবায় কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিতম্বরপুর মৎস্যচাষী সমবায় সমিতির সহ-সভাপতি সাংবাদিক আব্দুল্লাহ আল-মামুন, কপোতাক্ষ সমবায় সমিতি, সেতু সমবায় সমিতিসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে সমবায় কার্যালয়ের লক্ষ্য গ্রাহক সঞ্চয় আদায়, সদস্যদের সঠিকভাবে ঋন প্রদান, ঋন যদি ৫০ হাজারের উর্ধ্বে হয় তাহলে স্ট্যাম্প এর মাধ্যমে ঋন দেওয়া ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।সমবায় সমিতির সদস্যবৃন্দরা বলেন,সমবায় শুধু নিজেদের জন্য না।সমাজের যারা অবহেলিত আছে তাদের কে সহযোগিতা করায় সমবায় সমিতির মূল উদ্দেশ্য।