Type to search

চৌগাছায় বীর মুক্তিযোদ্ধা মাস্টার শাজাহান কবীরের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

চৌগাছা

চৌগাছায় বীর মুক্তিযোদ্ধা মাস্টার শাজাহান কবীরের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

শ্যামল দত্ত চৌগাছা যশোর প্রতিনিধি ঃ

যশোরের চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার শাজাহান কবীর মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলিল্লাহি রাজিউন) শাজাহান  কবিরের ছেলে হুমায়ন কবির সোহেল জানান, সোমবার দিবাগত রাত ১১ টার দিকে তার বাবা মারা যান।   মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখেে গছেন। মৃত্যুকালে তার বয়স   হয়েছিল ৮০ বছর। তিনি বর্ষিয়ান রাজনীতিবিদ একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। সলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহকারী প্রধান শিক্ষক,তিনি শিক্ষক ছিলেন এই জন্য শিক্ষার আলো সবার মাঝে দেওয়ার জন্য স্কুল ও কলেজ শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। ১৯৬০ সাল থেকে বীর মুক্তিযোদ্ধা শাহজান কবিরের বড় ভাই মহাসিন মিয়া সভাপতি ও তিনি ছিলেন সাংগঠনিক সম্পাদক। তিনি ২০০১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। মরহুমের স্বজনরা জানান, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সোমবার দিবাগত রাতে  ১১ টার দিকে উপজেলার ফুলসারা গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।     মঙ্গলবার জহরের নামাজের পরে জানাজা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা ও চৌগাছা থানার ওসি তদন্ত জেল্লাল হোসেন উপস্থিত ছিলেন।  তার জানাযা নামাজে যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন,যশোর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হারন অর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান, পৌর মেয়র নুর উদ্দীন আল মামুন হিমেল,  উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম,জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, মাস্টার সিরাজুল ইসলাম, হামিদ মল্লিক,আবুল কাশেম অবাইদুর রহমান সবুজ মোমিনুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি রহিদুল ইসলাম খান,সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রিন্টু, ন্যাপ নেতা অ্যাডভোকেট এনামুল হকসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বর্ষিয়ান এই প্রবীণ নেতার জানাযা নামাজে উপস্থিত ছিলেন।  এদিকে তার  মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছন  যশোর -২ চৌগাছা ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন। বিবৃতিতে তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।