Type to search

চৌগাছায় পুলিশের মাস্ক ও পোস্টার বিতরণ

জেলার সংবাদ

চৌগাছায় পুলিশের মাস্ক ও পোস্টার বিতরণ

 

চৌগাছা (যশোর) প্রতিনিধি : কোভিড-১৯ ২য় ধাপ মোকাবেলায় সচেতনতা মূলক পোস্টার ও মাস্ক বিতরণ করেছে চৌগাছা থানা পুলিশ। পুলিশের আইজি ড. বেনজির আহমেদের নির্দেশনায় সারাদেশে করোনার ২য় ধাপ মোকাবেলায় পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে এই মাস্ক ও সচেতনতা মূলক পোস্টার বিতরণ করা হয়।
রোববার বেলা ১২ টায় শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য চত্ত্বরে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজের সভাপতিত্বে মাস্ক ও সচেতনতামূলক পোস্টার বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর সোহেল, দপ্তর সম্পাদক মাহবুবুল আলম রিংকু, চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, স্বরূপদাহ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছসেবকলীগের আহবায়ক ও চৌগাছা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, চৌগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া, সেকেন্ড অফিসার মেহেদী হাসানসহ থানার উপ-পরিদর্শক, সহকারী উপ-পরিদর্শক ও পুলিশ সদস্যরা। পরে ভাস্কর্য মোড় থেকে কপোতাক্ষ ব্রিজ হয়ে পারবাজার হয়ে গরু হাট পর্যন্ত এবং চৌগাছা বাজারের বিভিন্ন সড়কের দোকানী ও পথচারীদের মধ্যে মাস্ক ও প্রচারণামূলক পোস্টার বিতরণ করেন তারা।