Type to search

চৌগাছায় দূর্গা পূজার প্রস্তুতি সভা ও সরকারী অনুদান বিতারণ

অন্যান্য

চৌগাছায় দূর্গা পূজার প্রস্তুতি সভা ও সরকারী অনুদান বিতারণ

শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকেঃগত বিকাল ৪ টার সমায় উপজেলা পরিষদ

মিলনায়তনে শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সুষ্ঠভাবে পূজ উদযাপনের লক্ষ্যে পূজামন্ডপসমুহে আইন- শৃংখলা সমুন্নত রাখতে সার্বিক বিষয় পুস্তুত সভা ও ৩৯ টি পুজা মন্ডপে সরকারী অনুদান বিতারণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হকের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান ও চৌগাছা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ মিশ্র জয় সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজার জেনারেল (অবঃ)অধ্যাপক ডাঃ নাসিন উদ্দিন যশোর-২  (চৌগাছা-ঝিকরগাছ) সংসদ সদস্য,চৌগাছা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বালাই চন্দ্র পাল,চৌগাছা থানার অফিসার ইনর্চজ রেফাত খাঁন রাজীব,উপজেলা প্রকল্প অফিসার ইসত্তিয়াক আহমেদ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এস এম সাইফুল ইসলাম বাবুল,ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা,যুবলীগের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সিদ্দিকুর রহমান,মহিলা লীগের সাধারণ সম্পাদক নাছিমা খানন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সফিকুরজ্জামার রাজু,চৌগাছা ্্্উপজেলা কমিটির পূজা উদযাপ পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত পৌর কমিটির সভাপতি অশোক কুমার হালদার,উপস্তিত ছিলেন ৩৯ টি শরদীয় দূর্গা পূজার মন্ডপ কমিটির সভাপতি ও সম্পাদক। সরকারী অনদান ৩৯টি শরদীয় দূর্গা মন্ডপে ১৭৫০০ টাকা করে অনুদান দেন মোট ৬৮২৫০০ টাকা অনুদান দেওয়া হয়।