Type to search

চৌগাছায় ঝড়ের সময় নির্মানাধীন ৬তলা ভবন থেকে পড়ে প্লাম্বার মিস্ত্রির মৃত্যু

ঝিকরগাছা

চৌগাছায় ঝড়ের সময় নির্মানাধীন ৬তলা ভবন থেকে পড়ে প্লাম্বার মিস্ত্রির মৃত্যু

 

শ্যামল দত্ত চৌগাছা যশোর প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় নির্মানাধীন ৬তলা বিল্ডিং থেকে পড়ে নূর উদ্দিন (৫৫) নামের এক প্লাম্বার মিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ফেব্রুয়ারি) বিকালে পৌরসভার বিপরীতে ৬নং ওয়ার্ডের অন্তর্গত বাকপাড়ার আক্তারুলের নির্মাধীন বিল্ডিং এ এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুর উদ্দিন চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার হাফেজ নওয়াব আলীর ছেলে।

নিহতের মেজো ভাই নাজিম উদ্দীন সাংবাদিকদের জানান, পরিবার নিয়ে দীর্ঘদিন আগেই জমি কিনে চৌগাছার বিশ্বাসপাড়ায় বসবাস করেছেন তারা। বৃহস্পতিবার বিকালে পৌরসভার বিপরীতে ৬তলাবিশিষ্ট একটি বিল্ডিং এ কাজ চলাকালীন হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। সেখানে তার ভাই নূর-উদ্দীন পানির লাইনের কাজ করছিল৷ একপর্যায়ে ঝড় বেশি হলে বিদ্যুৎ চলে যায়। অন্ধকারে হেল্পারদের সাবধানে বিল্ডিং থেকে নামতে বলছিলেন নূর-উদ্দীন। এসময় পা পিছলে সে নিজেই ৬তলা থেকে লিপ্টের খাদে পড়ে মারাত্মক আহত হয়। এরপর সহযোগীরা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে অবস্থা গুরুতর বুঝে যশোর প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। নাজিম উদ্দীন জানান, যশোর পৌছানোর পর চিকিৎসাধীন অবস্থায় তার ভাইয়ের মৃত্যু হয়।

চৌগাছায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।