Type to search

কেশবপুরে বাল্যবিবাহের দায়ে কনের পিতাকে ভ্রাম্যমাণ আদালতে  জরিমানা 

কেশবপুর

কেশবপুরে বাল্যবিবাহের দায়ে কনের পিতাকে ভ্রাম্যমাণ আদালতে  জরিমানা 

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুরে বাল্যবিবাহ দেয়ার অপরাধে মেয়ের পিতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, কেশবপুরে করোনা ভাইরাস সংক্রামন রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বরণডালীতে বাল্য বিবাহ দেয়ার অভিযোগে মেয়ের পিতা শহিদুল সরদারের কাছ থেকে মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ না দেয়ার মুচলেকা গ্রহণ ও করোনাকালীন লোক সমাগম করে অনুষ্ঠান করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা করেন।
এছাড়া ভ্রাম্যমাণ আদালত করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি না মানায় কেশবপুর পৌরসভা ও সাতবাড়িয়া বাজারে ৩ জনকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ।