Type to search

কক্সবাজারে নতুন শিল্প এলাকা স্থাপন করবে সরকার

জাতীয়

কক্সবাজারে নতুন শিল্প এলাকা স্থাপন করবে সরকার

অপরাজেয় বাংলা ডেক্স :

শুটকি প্রক্রিয়াকরণে ২০২৩ সালের মধ্যে কক্সবাজারে নতুন শিল্প এলাকা স্থাপন করবে সরকার।

প্রকল্পটি বাস্তবায়ন হলে বছরে উৎপাদন হবে ১৪ হাজার টন শুটকি।  পুনর্বাসন হবে খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের সাড়ে ৪ হাজার জেলের।  সে জন্য ১৯৮ কোটি টাকার প্রকল্প উপস্থাপন করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক সভায়।

সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থাপন করা হয় ৪টি প্রকল্প।

পরিকল্পনা কমিশন জানায়, খুরুশকুলে গ্রিনহাউজ পদ্ধতিতে শুটকি উৎপাদন করা হবে।  অর্থাৎ কাঁচের শেডে সূর্যালোকে মাছ শুকাবে। বাতাস বের করা হবে আধুনিক ৩৫০টি ড্রায়ারের মাধ্যমে।  ফলে আগের চেয়ে শুটকির পঁচে যাওয়ার পরিমাণ কমবে।  বাড়বে রপ্তানিও।

এদিকে যমুনা নদীর ভাঙন থেকে সিরাজগঞ্জ জেলার তিনটি এলাকা রক্ষায় নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার।  এ সংক্রান্ত ৫৬০ কোটি টাকার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে একনেক সভায়।

সূত্র, DBC বাংলা