এক ডালেই হাজার টমেটো

এর আগে ২০২০ সালে যুক্তরাজ্যের সবচেয়ে বড় টমেটো চাষের রেকর্ডও গড়েছিলেন ডগলাস। তাঁর গ্রিনহাউসে জন্মানো বৃহদাকারের ওই টমেটোর ওজন ছিল ৩ দশমিক ১০৬ কেজি। তবে এ জন্য বিশ্ব রেকর্ড গড়া হয়নি তাঁর। কেননা, বিশ্বের সবচেয়ে বড় টমেটো চাষের রেকর্ড যুক্তরাষ্ট্রের ড্যান সাউদারল্যান্ডের দখলে। ওই বছর সাউদারল্যান্ডের খেতে জন্মানো বিশ্বের সবচেয়ে বড় টমেটোর ওজন ছিল ৪ দশমিক ৮৯৬ কেজি।
সূত্র: প্রথম আলো