অভয়নগরে র্যাব সেজে ইজিবাইক ছিনতাইকরী আটক

র্যাব সেজে ইজিবাইক ছিনতাই
অভয়নগরে র্যাব পুলিশের যৌথ অভিযানে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার
অভয়নগর প্রতিনিধি:
র্যাব – পুলিশের যৌথ অভিযানে নওয়াপাড়া থেকে র্যাব সেজে ছিনতাই হওয়া ইজিবাইক মাদারিপুর থেকে উদ্ধার হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে গত ১৪ ডিসেম্বর নওয়াপাড়া বেতার এলাকা থেকে র্যাব সেজে একটি ইজিবাইক ছিনতাই হয়। ওই ইজিবাইকের মালিক অভয়নগর উপজেলার আমডাঙ্গা গ্রামের আলউদ্দিন হোসেন। যাত্রীবেশে র্যাব পরিচয় দিয়ে তিন চার জন মিলে ওই ইজিবাইক ছিনতাই করে। এ ঘটনায় আলাউদ্দিন থানায় একটি মামলা করে। ওই মামলায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার নাজমুল হাওলাদার(২৫) গ্রেফতার হয়। তার দেওয়া তথ্য মতে শুক্রবার মাদরিপুর লঞ্চঘাট থেকে সজিব শিকদার কে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ছিনতাই হওয়া ওই ইজিবাইক উদ্ধার করে অভয়নগর থানায় আনা হয়। শরিফুল শিকদার মাদারিপুর সদর উপজেলার সবুজবাগ এলাকার শরিফুল শিকদারের ছেলে। মামলার তদন্তকারি কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক আকরাম হোসেন জানান, র্যব পুলিশ যৌথ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ইজিবাইক সহ দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। মামলায় আরো একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।