অভয়নগরে র্যাপিড টেস্ট রিপোর্টে ৫ জনের দেহে করোনা পজেটিভ ধরা পড়েছে

স্টাফ রিপোর্টার : অভয়নগর উপজেলায় করোনা সংক্রমনের হার গত দুই দিনে স্থিতিশীল ছিলো। আজ বুধবার উপজেলা থেকে প্রাপ্ত করোনা তথ্য চিত্রে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা র্যপিড টেস্ট রিপোর্টে ৫ জনের দেহে করোনা পটজেটিভ ধরা পড়েছে। এবং আজ সুস্থ্য হয়েছেন ১৭ জন। এ ছাড়া আজ ৩৩ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। আগামীকাল সে রিপোর্ট আসবে বলে জনা গেছে। উপজেলায় বর্তমানে করোনা রোগীর সংখ্য ২৫৯ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২১৫ জন এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৪ জন। এপর্যন্ত উপজেলায় মোট ৫হাজার ২৬০ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৭১৪ জনের দেহে করোনা পজেটিভ ধরা পড়েছে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১ হাজার ৪৬৭ জন এবং মৃত্যু বরণ করেছেন ৪১ জন।