Type to search

২৪ ঘন্টায় রেকর্ড ১৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

জাতীয়

২৪ ঘন্টায় রেকর্ড ১৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

অপরাজেয়বাংলা ডেক্স: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় রেকর্ড ১৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৫০ জনই ঢাকার।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৫শ ৬৮জন। বর্তমানে সরকারি এবং বেসরকারি হাসপাতাল মিলিয়ে সর্বমোট ৫০৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে গতকালের হিসাব মতে সর্বমোট ৫০০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার বাইরে সবগুলো বিভাগ ও জেলা মিলে ৯ জন রোগী ভর্তি আছেন।

চলতি মাসে মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৯৮ জন। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫শ ২৬ জন।সূত্র,ডিবিসি নিউজ