অক্সিজেনের অভাবেই প্রাণ হারালেন অক্সিজেন ব্যবসায়ী

অপরাজেয়বাংলা ডেক্স: বরগুনায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক অক্সিজেন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম মিসকাতুল ইসলাম মিলন শিকদার। গত মঙ্গলবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে মারা যান।
বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের দায়িত্বে থাকা চিকিৎসক মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনদের বরাতে জানা যায়, চারদিন আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মিসকাতুল ইসলাম মিলন শিকদার। চিকিৎসারত অবস্থায় গত মঙ্গলবার রাতে গুরুতর অসুস্থ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেয়া হয়। এ সময় অক্সিজেন লেভেল কমে গেলে মিসকাতুল ইসলাম মিলন শিকদার মারা যান।সূত্র, বাংলানিউজটোয়েন্টিফোর.কম