অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে ১লা মে শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও রালি অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে নওয়াপাড়া ইনিস্টিটিউট মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের সভাপতি ও নওয়াপাড়া পৌর সভার সাবেক সফল মেয়র আলহাজ্ব রবিউল হোসেন রবি, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ও অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন নওয়াপাড়া সার সিমেন্ট ও খাদ্য শষ্য ব্যাবসায়ি সীমিতর সভাপতি আলহাজ্ব আব্দুল গনি সরদার, বিএফএর ভাইসচেয়ারম্যান ও নওয়াপাড়া সিমেন্ট ও খাদ্য শষ্য ব্যাবসায়ি সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ জালাল হোসেন, অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, সাধারণ সম্পাদক পৌর বিএনপি রেজাউল করিম মোল্লা, ট্রাক ট্রাক্টর ট্রাংকলরি মালিক সমিতির সভাপতি আলহাজ্ব রেজাউল হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাচ্চু সহ অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত ১০ টি শ্রমিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমন্ত্রিত অথিতি নেতৃবৃন্দ। আলোচনাসভা শেষে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য রেল নোয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।