ঝিকরগাছা বিএম হাইস্কুলের নবগঠিত এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝিকরগাছা বিএম হাইস্কুলের নবগঠিত এডহক কমিটির সভাপতি ইমরান হাসান সামাদ নিপুনের সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় স্কুলের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক ও নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব মো. আব্দুস সামাদ। এসময় বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. ইলিয়াস উদ্দিন, ঝিকরগাছা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার হোসেন, অভিভাবক সদস্য মাসুদ হোসেন, শিক্ষক প্রতিনিধি বেনজির আহমেদ, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, অভিভাবক মোখলেছুর রহমান, ঝিকরগাছা বিএম হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. নাজমুল আলম, ছাত্র প্রতিনিধি আঁখি খাতুনসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।