চুয়াডাঙ্গায় পানিতে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু

চিত্তরঞ্জন সাহা চিতু,চুয়াডাঙ্গা সংবাদদাতা চুয়াডাঙ্গায় একই দিনে পৃথকস্থানে শিশুসহ দুজন পানিতে ডুবে মারা গেছে। এরমধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার এক নারী ও আলমডাঙ্গা উপজেলায় এক শিশু। পৃথকস্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের কালু মণ্ডলের ছেলে ছাবিব হোসেন (০৭) তার মায়ের সঙ্গে নানা বাড়ি আলমডাঙ্গার নাগদাহ গ্রামে বেড়াতে যায়। দুপুরে নানা বাড়ির পাশেই ক্যানালে অন্যান্য শিশুদের সঙ্গে গোসল করতে যায় ছাবিব হোসেন।
স্থানীয় ইউপি সদস্য গোলাম ছরোয়ার এবং প্রতিবেশি আব্দুর রহমান বলেন, বাচ্চারা সবাই ব্রিজের উপর থেকে পানিতে লাফ দিচ্ছিল৷ এ সময় কোন কারণে পানিতে ডুবে যায় শিশু ছাবিব। হয়তো ব্রিজের উপর দিয়ে লাফ দেয়ার কারণে বুক বা শরীরের অন্য কোথাও আঘাতের কারণে ডুবে যেতে পারে৷ পরে স্থানীয়দের সহযোগিতায় ছাবিবকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, বিয়ের ২৫ বছর পর শিশু ছাবিবের জন্ম হয়। একমাত্র ছেলেকে হারিয়ে বাবা-মা যেন প্রাগল প্রায়৷ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মরদেহ হাজরাহাটিতে নেয়া হয়। সেখানে দাফন সম্পন্ন করা হয়েছে।
অপরদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ফিরোজা বেগম (৫০) নামের এক নারী পানিতে ডুবে মারা গেছেন।
গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে যান তিনি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোজাখুজি করতে থাকেন। পরবর্তীতে ফিরোজা বেগন মরদেহ নদীতে ভেসে উঠলে স্থানীয়দের নজরে আসে। পরে মরদেহ উদ্ধার করে দাফন সম্পন্ন হয়েছে।