Type to search

নড়াইলে শহরের প্রানকেন্দ্রে মসজিদ মন্দির সংলগ্ন ঘনবসতিপূর্ণ  এলাকায় কসাইখানা বন্ধের নির্মান দাবীতে মানববন্ধন

নড়াইল

নড়াইলে শহরের প্রানকেন্দ্রে মসজিদ মন্দির সংলগ্ন ঘনবসতিপূর্ণ  এলাকায় কসাইখানা বন্ধের নির্মান দাবীতে মানববন্ধন

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে শহরের প্রানকেন্দ্রে মসজিদ মন্দির সংলগ্ন ঘনবসতিপূর্ণ  মহিষখোলা বাজার এলাকায় কসাইখানা নির্মান বন্ধের  দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আন্দোলন ও শহরবাসীর আয়োজনে ২০ নভেম্বর বুধবার সকালে  আদালত  চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাবাপী এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার মানূষ অংশ গ্রহন করেন। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আন্দোলন এর সভাপতি শাহ আলম,সদস্য সচিব এম এম আমিনুল হাসান মিঠু,সমাজ সেবক মো, অহিদুল হক তনু,মাওলানা মাহবুবুর রহমান,এ্যাড,অন্ন ঘোষ,খন্দকার মাসুদ হাসান,মাহবুব বিল্লাহ প্রমুখ।##