Type to search

চৌগাছায় পৌর জামায়াতের উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

চৌগাছা

চৌগাছায় পৌর জামায়াতের উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

  1. চৌগাছায় পৌর জামায়াতের উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত
    চৌগাছা ( যশোর) প্রতিনিধি ঃ
    যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা পৌর শাখার উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিকেল চৌগাছা কামিল মাদ্রাসা ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল খালেক। প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য ও চৌগাছা-ঝিকরগাছা যশোর-২ আসনে জাতীয় নির্বাচনের জামায়াতে মনোনীত প্রার্থী অধ্যপক আরশাদুল আলম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোরশেদ।

পৌর জামায়াতের নেতা অধ্যাপক রেজাউল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবী আমির মাওলানা নুরুল ইসলাম, প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, মাওলানা গিয়াস উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারী ডা. জিল্লুর রহমান।

উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নেতা চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আলা উদ্দীন, পৌর জামায়াতে নেতা কালিমুল্লাহ সিদ্দীক, মাওলানা ওসমান গনি প্রমুখ।