অভয়নগরে ভাইয়ে ভাইয়ে বিবাদের জেরে লাখ টাকার শখের বাগান কেটে দিলো ভাবি

অভয়নগরে ভাইয়ে ভাইয়ে বিবাদের জেরে লাখ টাকার শখের বাগান কেটে দিলো ভাবি
নওয়াপাড়া অফিস
অভয়নগর উপজেলার বুইকরা শ্যামলের ভাটা এলাকায় জমিজমা নিয়ে দুই ভাইয়ের মাঝে চলমান বিবাদের জের ধরে বড় ভাইয়ের স্ত্রী ছোট ভাইয়ের শখের বাগান কেটে লাখ টাকার ক্ষতি করার অভিযোগ উঠেছে। এঘটনায় শনিবার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ছোট ভাই।
এলাকাবাসী ও থানার অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামে আলী হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন ও আলমগীর হোসেনে সাথে দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে দ্ব›দ্ব চলে আসছে। বিবাদমান জমির উপর ছোট ভাই আলমগীর হোসেন বাড়ির উঠনে একটি ফলের বাগান করেছিলেন। আলমগীর হোসেন জানান তিনি দুই বছর আগে ওই জমিতে দুইটি সউদি খেজুর চারা, চারটি আপেল চারা, ৬টি বিদেশী আম, দুইট আঙ্গুর, চারটি বিদেশী কুল, চারটি উন্নত জাতের পেয়ারার চারা সহ আরো অনেক গাছের চারা লাগিয়েছিলেন। এসব চারার মধ্যে অনেক গাছে ফল ধরা শুরু করেছিলো। কিন্তু তার ভাবি শখের গাছ গুলো কেটে দিয়ে তার মনের উপর চরম আঘাত করেছে। গাছ গুলো লাগাতে তার প্রায় লাখ টাকা খরচ হয়েছিলো। জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এর মধ্যে তার ভাবী লোকজন নিয়ে গাছ গুলো কেটে উজাড় করে দিয়েছে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।
আলমগীর হোসেনের পিতা জানান, তিনি দুই ছেলেকে জমি দান করে এখন অসহায় হয়ে পড়েছেন। বড় বউকে গাছ কটতে নিষেধ করে সে তার কথা শোনেনি। অভিযুক্ত আলমগীর হোসেন ভাবি জাহানারা আক্তার লাবনি (৪০) বলেন, আমি কোট থেকে নিষেধাজ্ঞা পেয়ে গাছ কেটিছি। এঘনায় কোন নিউজ করা যাবে না।’
অভয়নগর থানার অফিসার ইনচার্য মো: ইমাদুল করিম বলেন, এঘটনায় একটি লিীখত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।