Type to search

অভয়নগরে মতিয়ার হত্যার মূল আসামী তুহিন যৌথ বাহিনীর হাতে গ্রেফতার

অভয়নগর

অভয়নগরে মতিয়ার হত্যার মূল আসামী তুহিন যৌথ বাহিনীর হাতে গ্রেফতার

নওয়াপাড়া অফিস
যশোর জেলার অভয়নগর উপজেলার মশরহাটি গ্রমের চাঞ্চল্যকর মতিয়ার বিশ্বাস হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামী তুহিন শেখ (৩৬) কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
র‌্যাবের এক প্রেসবার্তায় জানা গেছে যৌথ অভিযান পরিচালনা করে মাদারীপুর শহরস্থ লেকপাড়া এলাকা হতে সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় র‌্যাব -৮ বরিশাল, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এবং র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর যৌথ অভিযান চালিয়ে তুহিনকে আটক করে।
মতিয়ার রহমান নিহতের তার স্ত্রী বাদি হয়ে ২০ জনের নামে মামলা করে। মামলায় এর আগে তিন জন গ্রেফতার হয়েছেন। তারা হলেন মশরহাটি গ্রামের আলাউদ্দীন, ইকরাম হোসেন ও মোয়াজ্জেম হোসেন মামলার তদন্তকারি অফিসার এস আই আশিকুর রহমান জানান, আমরা মামলটি গরুত্বের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছি। মামলার বাকি আসামীদের গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চলছে।
র‌্যাব জানায় মামলার এজাহার পর্যালোচনায় দেখা যায় যে, ভিকটিম মতিয়ার বিশ্বাস ও তার ভাই ফসিয়ার বিশ্বাস এর সাথে স্থানীয় ঘাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসামী তুহিন শেখ সহ তার সহযোগী অন্যান্য আসামীদের মতবিরোধ চলে আসছিলো। গত ২০/০৯/২০২৪ তারিখ রাত অনুমান ১২:৩০ ঘটিকার সময় ভিকটিম মতিয়ার বিশ্বাস যশোর জেলার অভয়নগর থানাধীন মশরহাটি গ্রামস্থ ভৈরব ব্রীজের পশ্চিম মাথায় অবস্থিত কুদ্দুসের চায়ের দোকানে চা পান করতে যায়। এসময় আসামী তুহিন শেখ ও তার সহযোগী আসামীরা হাতে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ভিকটিমের ওপর অর্তকিতভাবে হামলা চালায়। ভিকটিম মতিয়ার বিশ্বাস জীবন বাচানোর জন্য চায়ের দোকান থেকে দৌড় দিয়ে দক্ষিন দিকে অনুমান চল্লিশ গজ দূরে রোকেয়া বেগম এর বার্থ রুমের পেছনে পৌচ্ছালে পানি কাদায় বেধে পড়ে যায়। তখন ধৃত আসামীসহ তার সহযোগী আসামীরা ভিকটিম মতিয়ার বিশ্বাসের মাথায়, পেটে ও পায়ে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে। এসময় ভিকটিমের নাড়িভুড়ি বের হয়ে যায়। স্থানীয় লোকজন ভিকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মামলাটি গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প উক্ত হত্যা কান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখেছে।
গ্রেফতারকৃত আসামী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত হত্যা কান্ডের ঘটনার সত্যতা স্বীকার করে এবং সে জানায়, স্থানীয় ঘাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল এবং ঘটনার দিন পূর্ব পরিকল্পিতভাবে আসামীগন একত্রিত হয়ে ভিকটিম মতিয়ার বিশ্বাস’কে হত্যা করার জন্য আক্রমন করে।

Next Up