ভবদহ পানি নিঃষ্কাশন সংগ্রাম কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রিয়ব্রত ধর,নওয়াপাড়া যশোর প্রতিনিধি ঃ যশোরের ভবদহ অঞ্চল দিনেদিনে জলাবদ্ধ অঞ্চলে পরিণত হতে চলেছে,বছরের প্রায় ৩ মাস পানির নিচে নিমজ্বিত থাকে। জলাবদ্ধতা নিরষণে প্রতিনিয়ত আন্দোলন সংগ্রাম করে চলেছে ভবদহ পানি নিষ্কাশণ সংগ্রাম কমিটি। তারই ধারাবাহিকতায় ও আন্দোলনকে বেগবান করতে গতকাল অভয়নগর উপজেলার মশিয়াহাটীতে ভবদহ পানি নিঃষ্কাশন সংগ্রাম কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার বিকালে মশিয়াহাটী উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ।
সভায় ভবদহ এলাকায় দ্রুত পানি নিঃষ্কাশন ও টিআরএম প্রকল্প বাস্তবায়নের দাবীতে আগামী ৫ অক্টোবর নওয়াপাড়া ইনিষ্টিটিউট মাঠে সমাবেশ ও ৮ সেপ্টেম্বর যশোর জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
শিবপদ বিশ্বাসের সঞ্চালনে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রনজিৎ বাওয়ালীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ তসলিমুর রহমান, যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ, আঞ্চলিক সমন্বয়ক মহির উদ্দীন বিশ্বাস, অধ্যক্ষ অনিল বিশ্বাস, মশিয়াহাটি অঞ্চলের আঞ্চলিক সমনায়ক সাংবাদিক উৎপল বিশ্বাস, সাধন রায়
শেখর বিশ্বাস, মানবেন্দ্র মন্ডল, রাজু, সাধন প্রমূখ।