হাজার টাকার নোট বাতিল প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা

এদিকে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এক হাজার টাকার নোট বাতিল নিয়ে কিছু বলা উচিত নয়। এটি বাতিলের সিদ্ধান্ত সহজে নেওয়া যাবে না।
তিনি আরো বলেন, “এটা (এক হাজার টাকার নোট) যেভাবে চলছে তাতে তো কোনো সমস্যা নেই।”
মঙ্গলবার (২০ আগস্ট) চীন এবং কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি আরো বলেন, চীনের ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।