Type to search

হাজার টাকার নোট বাতিল প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা

জাতীয়

হাজার টাকার নোট বাতিল প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা

এক হাজার টাকার নোট বাতিল হচ্ছে বলে গুঞ্জন শুরু হয়েছে। ইতোমধ্যে এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে এটিকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এক হাজার টাকার  নোট বাতিল নিয়ে কিছু বলা উচিত নয়। এটি বাতিলের সিদ্ধান্ত সহজে নেওয়া যাবে না।

এ বিষয়ে মূল অথোরিটি বাংলাদেশ ব্যাংক। 

তিনি আরো বলেন, “এটা (এক হাজার টাকার নোট) যেভাবে চলছে তাতে তো কোনো সমস্যা নেই।”

মঙ্গলবার (২০ আগস্ট) চীন এবং কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি আরো বলেন, চীনের ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার কার্যালয়ে ওই বৈঠক শেষে উপদেষ্টা ড. সালেহউদ্দিন আরও বলেন, ১৮ লাখ কোটি টাকার ঋণ মাথায় নিয়ে কাজ শুরু করছি। এটি চ্যালেঞ্জ বটে। এখন থেকে ঋণের অর্থের ব্যবহারের গুণগত মান নিশ্চিত করা হবে।