ঝিকরগাছায় ৬৭জন রোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণ করেন এমপি ডাঃ তৌহিদুজ্জামান

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :
যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ৬৭জন রোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণ করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিন। এসময় তিনি ৬৭জন রোগীদের মাথাপ্রতি এককালীন ৫০হাজার টাকার চেকসহ সর্বমোট ৩৩লক্ষ ৫০হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ, দেশের সকল অসুস্থ রোগী ও দেশের বর্তমান অবস্থা থেকে মুক্তি পেতে ¯্রষ্টার নিকট দোয়া প্রার্থনা করেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমের রোগীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান কর্মসূচীর আওতায় চেক বিতরণে উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোজবাহ উদ্দীনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ ইমরানুর রশীদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন সুলতানা, পৌর কাউন্সিলর একরামুল হক খোকন, যশোর জেলা যুবলীগের সহসভাপতি আজাহার আলী, যুবলীগ নেতা সাজ্জাত নুরুল হক বিন্তু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান সোহাগ, যুবলীগ নেতা সাজ্জাত নুরুল হক বিন্তু, সাবেক জেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন সোহাগ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী সমাজসেবা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বাবুল আক্তার, ইউনিয়ন সমাজকর্মী আয়ুব হোসেন, এসএমএ রশীদ প্রমুখ।
এছাড়াও উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টার সময় উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলায় সারাদেশ ব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে চারা উত্তোলন শীর্ষক প্রকল্পে মাননীয় জাতীয় সংসদ সদস্যের সৌজন্যে চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিন।