ভারতের ধনুকূপ সন্তান জুটি অনন্ত-রাধিকার বিয়ে, স্বর্ণের শাড়ি কিনলেন নীতা আম্বানি

- অনন্ত-রাধিকার বিয়ে, স্বর্ণের শাড়ি কিনলেন নীতা আম্বান

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলের বিয়ে বলে কথা। আয়োজনে যেনো কোনোভাবেই কমতি না থাকে- এমনটিই তো চায় আম্বানি পরিবার। তাই ছেলের বিয়েকে সামনে রেখে আম্বানি পরিবারে এখন বিশাল তোড়জোড়।
ভারতীয় গণমাধ্যমের খবর, বারাণসীতে গিয়ে সরাসরি তাঁত মালিক এবং তাঁতিদের সাথে দেখা করেন নীতা আম্বানি। সেখান থেকে কেনেন ৫০-৬০ টি শাড়ি। আর নিজের জন্য কেনেন একটি বিশেষ শাড়ি।
বারাণসী সফরে নীতা আম্বানি যেই হোটেলে ছিলেন, তার পাশেই বিশেষ একটি শাড়ির স্টল দেন তাঁতিরা। বিভিন্ন ডিজাইনের শাড়ি দেখানো হয় নীতাকে। পরে শাড়ি ব্যবসায়ী অমরেশ কুশওয়াহার সঙ্গে যোগাযোগ করে নীতা আম্বানির টিম। এরপর অমরেশ বেনারসের হোটেলে বিভিন্ন ডিজাইনের অনেক শাড়ি দেখানো হয় নীতাকে। সেখান থেকে নীতা নিজের জন্য কোনিয়ার ঐতিহ্যবাহী লক্ষবুটি শাড়িটি পছন্দ করেন।