চৌগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা সলুয়া প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

শ্যানল দত্ত চৌগাছা যশোর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চ্যাম্পিয়ন। সোমবার (৩১ জুলাই) সকাল ১০ টার সময় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ছেলেদের ভিতর চ্যাম্পিয়ন হয়েছে
সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ গোল দিয়ে বিজয় হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেরগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শূন্য গোলে
পরাজিত হয়েছে। বঙ্গবন্ধু ফুটবল টিনামেন্টে সেরা গোলদাতা নির্বাচিত হন আব্দুর রহমান নোমান ৬ গোল দিয়ে নির্বাচিত হন ও আব্দর রহমান নোমান সেরা খেলো নির্বাচিত হন। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট মেয়েরা সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১গোলে চ্যাম্পিয়ন। নিকট প্রতিদ্বন্দ্বী মাশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য গোলে পরাজিত হন। শেরা গোলদাতা তানজিমা নির্বাচিত হন, সেরা খেলোয়ার তানজিমা নির্বাচিত হন। ফুরবল টুনামেন্টর পুরস্কার বিতরণ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান হবিবর রহমান, নুরুল কদর,প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় ঘোষাল, সাইদুর রহমান, রশিদুল ইসলাম, হায়দার আলী,নিছার আলী এছাড়া উপস্থিত ছিলেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন, সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপালী পারুল,মাশিলা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শিরিন সুলতানা,বেরগোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন সুলতানা,
মাধবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন মাহবুব,স্বরুপদাহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
ছামাউল ইসলাম, কোয়ারপারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম মুক্তি, সহকারী শিক্ষক আবু সাঈদ, রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন
মহিদুল ইসলাম, মফিজুর রহমান, শাহিনুর রহমান, আরিফ হোসেন প্রমুখ।