ভ্যানের চাকার নিচে পড়ে প্রানগেল শিশুর

পাটকেলঘাটা প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে ভ্যানের নিচে পড়ে সাজিদ হোসেন(৬) নামে এক শিশুর প্রানহানি ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধানদিয়া ইউনিয়নের অশোকের মোড় নামক স্থানে ঘটে ।নিহত ওই শিশু একই সানতলা এলাকার প্রবাসী সিরাজুল ইসলামের ছেলে। নিহতের প্রতিবেশী সুমন সরদার জানান, সন্ধ্যার দিকে মায়ের সাথে গ্যাসের সিলিন্ডার কিনতে পার্শবর্তী অশোকের মোড়ে যায় শিশুটি। ওই সময় তার এর প্রতিবেশি নানা মজা করে তাকে চা খেতে ডাকে। শিশুটি তখন রাস্তা পার হতে গেলে ভ্যানের চাকার নিচে পড়ে গুরত্বর আহত হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সিভি হাসাপাতালের দিকে নিয়ে গেলে পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মাহামুদ হোসেন, ঘটনাটি তার জানা নেই। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্তা নেওয়া হবে।