মনিরামপুরের পাঁচকাটিয়া শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবা আশ্রমে,, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

,নওয়াপাড়া প্রতিনিধি:
২রা জুন সন্ধ্যায় মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকাটিয়া শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমে ১৩তম বার্ষিকী মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্ত্যবে তিনি বলেন, দেশ-মাতৃকা, বিশ্বজনীন সকল সন্তানের কল্যাণ ও শান্তি কামনায় শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান যার যার ধর্ম স্বাধীনভাবে পালনের আহবান করেন। তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বদলে গেছে। মানুষ নানা সামাজিক কর্মসূচীর উপকারভোগী। গ্রামের প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। দেশের মূল সড়ক নয়, এখন মানুষের ঘরে প্রবেশের রাস্তাও পাকাকরণ করা হয়েছে। গ্রাম গঞ্জে, মাঠে-ঘাটে, হাট বাজারসহ সাধারণ মানুষের কাছে সরকারের এসব উন্নয়নের কথা তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। যজ্ঞ কমিটির সভাপতি সুনীল কুমার মন্ডলের সভাপতিত্বে প্রতিমিন্ত্রী আরও বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই হচ্ছে আ’লীগের প্রাণ। গ্রামগঞ্জ, মহল্লায় দল আপনারাই ধরে রেখেছেন। তাই আগামী নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের নেতাকর্মীদের আ’লীগ সরকারের উন্নয়নের কথা বেশি বেশি করে তুলে ধরে নৌকায় ভোট দেয়ার কথা বলেছেন। সাবেক ইউপি সদস্য প্লুটো কিশোর মল্লিকের পরিচালনায় উপস্থিত ছিলেন তরুন আ’লীগ নেতা ও সাংবাদিক রাহুল রায়, আ’লীগ নেতা কালীপদ বক্সী, কেএইচএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, অবঃ প্রধান শিক্ষক আতিয়ার রহমান, আ’লীগ নেতা আব্দুল জলিল গাজী, যজ্ঞ কমিটির সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার মন্ডল, কোষাধ্যক্ষ কানু মন্ডলসহ আ’লীগ ও সকল অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।