Type to search

বিআরডি এর রোড -শো ও ভ্রাম্যমান আদালত

ঝিকরগাছা

বিআরডি এর রোড -শো ও ভ্রাম্যমান আদালত

 

 

শ্যামল দত্ত চৌগাছা( যশোর) প্রতিনিধি ঃ
যশোরের সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচারণা মূলক রোড-শো, পোস্টার ও লিফলেট বিতরণ এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে বিআরটিএ যশোর সার্কেল।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়ে এই রোড-শো করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। অন্যান্যের মধ্যে বিআরটিএ’ যশোরও নড়াইল সার্কেলের সহকারী পরিচালক এসএম মাহফুজুর রহমান, চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি মাস্টার কামাল আহমেদ প্রমুখ বক্তৃতা করেন। এসময় অন্যান্যের মধ্যে বিআরটিএ যশোরের মোটরজান পরিদর্শক মোঃ ওমর ফারুক, সহকারী মোটরজান পরিদর্শক রিফাত হুসাইন, চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতি ও চৌগাছা মোটরযান শ্রমিক সংস্থার নেতৃবৃন্দ ও বিআরটিএ যশোরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রোড-শোর আলোচনা শেষে ভাস্কর্য মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালতে কাগজপত্র না থাকা ও হেলমেট না থাকার অভিযোগে তিন ট্রাক চালক, এক থ্রিহুইলার চালক ও এক মোটরসাইকেল আরোহীর কাছ থেকে মোট ৭ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।