মনিরামপুরে কপালিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

মনিরামপুর
গতকাল শনিবার সকাল ১০ টায় মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কপালিয়া বাজারে কপালিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধামালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জহুরুল ইসলাম, মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কালিপদ মন্ডল, সম্পাদক মো: সিদ্দিকুর রহমান, ভবদহ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ইকবাল হোসেন, সহকারি অধ্যাপক হাসান আলী সরদার, চেঁচুড়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ জাহাঙ্গীর কবির খান, ধামালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, হুমায়ুর কবীর স্বপন প্রমুখ। সভায় বক্তরা বলেন, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার সেবা মুলক প্রতিষ্ঠান, এখানে উন্নত সেবার মান নিশ্চিত করতে হবে, এটাকে কসাইখানায় পরিণত করা যাবে না। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন আলহাজ্ব মাস্টার রাজ্জাক সরদার, সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাষ্টার কামাল হোসেন।