পাটকেলঘাটায় মুকুন্দ ফ্লাওয়ার এন্ড সেমাই কারখানা বন্ধ করে দিল ভ্রাম্যমান আদালত

পাটকেলঘাটা প্রতিনিধি\
পাটকেলঘাটায় গোবিন্দ সাধুর অবৈধ সেমাই কারখানা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সাথে তার প্রতিষ্ঠান মুকুন্দ ফ্লাওয়ার এন্ড ডাউল মিলকে ২৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল কুদ্দুস ও বিএসটিআই’র পরিদর্শক মোঃ রেজানুর রহমান সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোবিন্দ সাধুর মুকুন্দ ফ্লাওয়ার এন্ড ডাউল মিলে সেমাই তৈরী করায় তাদেরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিএসটিআইয়ের নিবন্ধনের সকল কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। আজ ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। এছাড়া জরিমানা দেয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশ, বিএসটিআই লাইসেন্স না থাকায় সেমাইয়ের প্যাকেটের গায়ে বিএসটিআই লগো ও ভূয়া নিবন্ধন নম্বর ব্যবহার করার অভিযোগ প্রমানিত হয়েছে। এ বিষয়ে বিএসটিআই’র পরিদর্শক মোঃ রেজানুর রহমান সরকার জানান এখন থেকে এ অভিযান অব্যাহত থাকবে। যদি কোন প্রতিষ্ঠান অবৈধ খাদ্যদ্রব্য তৈরী বা তৈরীতে সহায়তা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।