Type to search

যুব গেমসে কুস্তিতে যশোরের স্বর্ণ ও রৌপ্য জয়

যশোর

যুব গেমসে কুস্তিতে যশোরের স্বর্ণ ও রৌপ্য জয়

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩-এ কুস্তিতে ৬৫ কেজি ও ৪৫ কেজি ওজনে কৃতিত্বপূর্ণ নৈপুণ্য দেখিয়ে যশোরের ছেলে মোঃ ইয়ামিন ইসলাম তামিম স্বর্ণ ও আরিফুল ইসলাম মেহেদী রৌপ্য পদক অর্জন করেছেন। গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত কুস্তি প্রতিযোগিতায় খুলনা বিভাগের যশোর জেলার ছেলে মোঃ ইয়ামিন ইসলাম তামিম রাজশাহী বিভাগের প্রতিযোগিকে হারিয়ে স্বর্ণ পদক ও আরিফুল ইসলাম মেহেদী রৌপ্য পদক অর্জন করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিম ও মেহেদী বলেন পদক জয়ের জন্য তাদের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই মাইলফলক অর্জনে সাহায্য করার জন্য তারা তাদের ওস্তাদ সৈয়দ আলী আনোয়ারকে কৃতিত্ব দেন। প্রতিযোগিতার জন্য তাদেরকে প্রস্তুত করার জন্য তাদের নির্দেশনা, প্রশিক্ষণ এবং সমর্থন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, যশোর জেলায় অনেক কুস্তিগীর থাকা সত্বেও পর্যাপ্ত অনুশীলনের জায়গা না থাকায় তারা অনুশীলনের অভাবে তাদের প্রতিভা বিকাশ করতে পারছেনা। যুব গেমসে তামিম ও মেহেদীর জয় শুধু তাদের জন্যই নয় দেশের জন্যও গর্বের বিষয় । কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা দিয়ে যে সফলতা অর্জন করা যায় তার উজ্জ্বল উদাহরণ তারা। উল্লেখ্য গত ২ থেকে ২২ জানুয়ারি ধারাবাহিকভাবে সারাদেশে আন্তঃউপজেলা ও আন্তঃজেলা ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’এর চূড়ান্ত পর্ব গত ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।