রাজস্ব সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দুই দিনব্যাপী রাজস্ব সম্মেলন-২০২৩ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ৫ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৫৮ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজস্ব সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
আমরা বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, আমাদের অর্থনীতি হবে স্মার্ট ইকোনমি। স্মার্ট ইকোনমি গঠনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করাই আমাদের লক্ষ্য। ২০৪১ সালের মধ্যে এটা আমরা অর্জন করতে চাই।
জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়োজিত রাজস্ব সম্মেলন দুই দিনব্যাপী ৫-৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। রাজস্ব দিতে জনসচেতনতা বৃদ্ধি ও রাজস্ববান্ধব মানসিকতা বিকাশের উদ্দেশে প্রথমবারের মতো এ সম্মেলন করা হচ্ছে।