চৌগাছায় অশ্রু মোচন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে ১০ জন হতদরিদ্র দলিত গোষ্ঠীর মাঝে ৫০০০০ টাকা বিতারণ

চৌগাছা (যশোর) প্রতিধিঃ
যশোরের চৌগাছায় অশ্রæমোচন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে ১০ জন হতদরিদ্র মহিলা মাঝে ৫০০০০ হাজার টাকা বিতারণ করেন। সোমবার (২৯ আগষ্ট) উপজেলা হলরুমে অশ্রæমোচন মহিল ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে ও ব্রেড ফর দা ওয়াল্ড জার্মানী আর্থিক সহযেগাীতায় ১০ দলিত নারীদের জন্য উদ্যোক্তা ক্ষুদ্র ব্যবসা করার জন্য ৫০০০/= টাকা করে ৫০০০০= টাকা প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে দলিত মহিলা জনগোষ্ঠীর মাঝে চেক বিতারণ করেন উপজেলা চেয়ারম্যান ড.মোস্তানিছুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার হরিদাস দেবনাথ,অশ্রæমোচন সংস্থার সভাপতি রুপালী বিশ্বাস,অশ্রæমোচন সংস্থার কোর্ডিনেটার সুমিত্র সরকার,অশ্রæমোচন সংস্থার প্রগ্রার অফিসার নাসির উদ্দিন, দলিত জনগোষ্ঠীর,ৃুআন্দোল কমিটির সভাপতি সাংবাদিক শ্যামল দত্ত,অশ্রæমোচন সংস্থার হিসাব রক্ষক সদয় কুমার দাস । যে ১০ জন হতদরিদ্র মহিলা অফেরৎ যোগ্য ৫০০০/= টাকা পেলেন তারা হলেন আফরা গ্রামের সোনালী দাস,সলুয়া গ্রামের নয়নতারা,আফরা গ্রমের উষা,আফরা গ্রামের অনিতা,কয়ারপাড়া গ্রামের সুমতী ,বড়খানপুর গ্রামের চারুবালা,মনিষা দাদ,তাহেরপুর গ্রামের পুষ্প,মুক্তদাহ গ্রামের মায়া,রানীবালা দাসী।