অভয়নগরে হরতালের সমার্থনে বিক্ষোভ মিছিল

অভয়নগর প্রতিনিধি:
জ¦ালানী তেল, সার ও নিত্যপন্য সহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী অর্ধদিবস হরতাল আহবান করেছে বামগণতান্ত্রিক জোট ও ৯ সংগঠন। হরতাল সফল করার লক্ষে সংগঠনগুলোর অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকালে নওয়াপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি নওয়াপাড়া বাজার ঘুরে নূরবাগ মোড়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বর্ষিয়ান বাম নেতা ও ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রণজিত বাওয়ালী, বাম নেতা চৈতন্য কুমার পাল, চিন্ময় বিশ^াস, নূর আলম,আজিজুর রহমান,রিপন গাজী,কিশোর অধিকারী, বিল্লাল শেখ, অরুণ ঘটক, উত্তম মন্ডল প্রমুখ।