Type to search

অভয়নগর শুড়িডাঙ্গা মহাশশ্মানের উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত

অভয়নগর

অভয়নগর শুড়িডাঙ্গা মহাশশ্মানের উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রিয়ব্রত ধর,অভয়নগর প্রতিনিধি:
হিন্দু ধর্মালম্বীদের পবিত্র স্থান বলে মানা হয় অভয়নগরেরর ৯৬ গ্রামের ঐতিয্যবাহী শুড়িডাঙ্গা মহাশশ্মানকে।
হিন্দু অর্ধশিত অঞ্চলের সব চেয়ে বড় শশ্মান শুড়িডাঙ্গা মহাশশ্মান।
                   
এ মহাশশ্মানেরর উন্নয়ন প্রকল্পে গত ১০ জুন এক মত বিনিময় সভার আয়োজন করা হয়ে থাকে।
বিজয় কৃষ্ণ মল্লিকের   সভাপতিত্তে সভার শুভারম্ভ হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহাশশ্মানের উপদেষ্টা মন্ডলির সদ্য রবীন অধিকারী ব্যাচা রাজনৈতিক ও শ্রমিক লীগ  নেতা।
আরো উপস্থিত ছিলেন অধির কুমার পাড়ে বীর মুক্তি যোদ্ধা ও সুন্দলী ইউপি আওয়ামীলীগের সভাপতি,বিকাশ মল্লিক ও পরিতোষ বিশ্বাস সাবেক চেয়ারম্যান ২নং সুন্দলী ইউপি, আওয়ামীলীগ নেতা চৈতন্য বিশ্বাস,দিনেশ মন্ডল,শুকলাল মল্লিক,সুশেন বিশ্বাস।
সভায় মহাশশ্মানের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয় এবং পরবর্তীতে কী ভাবে শশ্মানের উন্নয়ন কার্যক্রম প্রচালিত হবে তা নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।