খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে গণঅনশনে বসেছে বিএনপির নেতা-কর্মীরা

কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারাদেশে মহানগর ও জেলা সদরেও সাত ঘণ্টার এই গণঅনশন কর্মসূচি চলছে।
নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ফুটপাতে মাদুর বিছিয়ে নেতা-কর্মীরা বসেছেন। কোরআন তিলওয়াতের পর খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
৭৬ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্নীতির মামলায় দণ্ডিত হলে সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছে, তার দলও দাবি তুলেছে। তবে আইনমন্ত্রী আনিসুল হক বলছেন, বর্তমান অবস্থায় সেই অনুমতি দেওয়ার আইনি সুযোগ নেই।
গণঅনশন কর্মসূচির প্রারম্ভিক বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে গুরুতর অসুস্থ। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে লড়াই করছেন। আজকে এই গণঅনশন কর্মসূচি হচ্ছে আমাদের নেত্রীকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা নিতে পরিবারের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছে, তা বাস্তবায়নের দাবিতে।
“কিন্তু এই সরকার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা করছে না। আমরা বারবার অনুরোধ করছি, দেশের মানুষ অনুরোধ করছে, রাজনৈতিক দলগুলো অনুরোধ করছে, তারপরও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না।”
কর্মসূচিতে মহাসচিব ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, আবদুস সালাম, আসাদুজ্জামান রিপন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শাহজাদা মিয়া, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, জহিরউদ্দিন স্বপন, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মীর সরফত আলী সপু, এবিএম মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম, আমিরুল ইসলাম আলিম, শামীমুর রহমান শামীম, বেলাল আহমেদ, আবদুস সালাম আজাদ, আমিরুজ্জামান শিমুল, আফরোজা আব্বাস, আমিনুল হক, রফিকুল আলম মজনু, সাদেক আহমেদ খান, সাইফুল আলম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, হেলাল খান, হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, রফিকুল ইসলাম মাহতাব, আবদুর রহিম, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল।
২০ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, খন্দকার লুতফুর রহমান, সৈয়দ এহসানুল হুদাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাও এই কর্মসূচিতে রয়েছেন।
নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ফকিরেরপুল থেকে কাকরাইল পর্যন্ত সড়কের একপাশের ফুটপাত ও সড়কের একাংশে নেতা-কর্মীরা বসে কর্মসূচিতে অংশ নিচ্ছে। সড়কের এক লেইনে যানবাহন চলাচল করছে এখন।
বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
সূত্র: বিডি নিউজ ২৪ ডট কম.
অপরাজেয় বাংলা
এল.বি টাওয়ার ২য় তলা, নওয়াপাড়া , অভয়নগর, যশোর
ফোন নং : ০১৭১০৭৮৫০৪০
ইমেইল : [email protected]
ফেসবুক : fb.com/dainikaparajeyobangla
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
নির্বাহী সম্পাদক :
মোঃ মিজানুর রহমান
মোবাইল নং : ০১৯১৫৯৪৮৪০৪
উপদেষ্ঠা সম্পাদক :
চৈতন্য কুমার পাল
মোবাইল নং : ০১৭১২৫৮৩৪৩৮