নওয়াপাড়ায় বোমা আতংক ; আরো দুইটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

স্টাফ রিপোর্টার: নওয়াপাড়া পৌরসভা নির্বাচন ঘিরে গোটা এলাকায় বোমা আতংক বিরাজ করছে। আজ শনিবার রাত আটটার দিকে নওয়াপাড়ার পাচকবর এলাকা থেকে আরো দুইটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্য (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, একটি ভ্যানে করে ককটেল সাদৃশ্য বস্তু পরিবহন করতে দেখে ওই ভ্যানওয়ালাকে জনগন আটকিয়ে রাখে। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে ওই বস্তু দুটি উদ্ধার করে। তিনি আরো জানান, পরীক্ষা না করে বলা যাচ্ছে না ওগুলো ককটেল কি না। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ওই এলাকাটি ঘিরে রেখেছে। এর আগে গত শুক্রবার রাজঘাট এলাকা থেকে বিপুল পরিমান বোমা ও বোমা তৈরির সরাঞ্জামাদি উদ্ধার করে তা নিষ্কৃয় করে র্যাব ও পুলিশ। এ সব ঘটনায় এলাকায় বোমা আতংক বিরাজ করছে বলে অনেকে মন্তব্য করেছেন।