Type to search

রুক্ষ্য ঢাকা শহরকে সবুজায়নের লক্ষ্যে মানব বন্ধন

অন্যান্য

রুক্ষ্য ঢাকা শহরকে সবুজায়নের লক্ষ্যে মানব বন্ধন

স্টাফ রিপোর্টার : যদি থাকে ছাদ খালি নিজে হয়ে যান মালী, ছাদ বাগানের তরকারী এই মুহুর্তে দরকারী, বিষমুক্ত ফসলে সুস্থ থাকুন সকলে। এই ¯স্লোগানে সোমবার বিকালে ফার্মগেট পূবালী ব্যাংকের নিচে কৃষক বাড়ী লিঃ এর সৌজন্যে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় কৃষক বাড়ীর পরিচালক কাজী ইস্তিয়াক আহমেদ রনি বলেন, রুক্ষ ঢাকা শহর কে সবুজায়নের উদ্দেশ্য কৃষক বাড়ী কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন,আমাদের জনপ্রিয় স্লোগান- যদি থাকে ছাদ খালি নিজে হয়ে যান মালি- ছাদ বাগানের তরকারি এই মুহূর্তে দরকারি- বীষ মুক্ত ফসলে সুস্থ থাকুন সকলে। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন কৃষক বাড়ীর পরিচালক মোঃ ফেরদৌস, ছাদ বাগানি মোঃ ফিরোজ হোসেন, মোঃ মামুনুল হক,সুন্দরবন ফার্মগেট শাখার এজেন্ট মোঃ আউয়াল হোসেন,আঃ মুতালিব, মোঃ কাইয়ুম,আত্তাবুল হক, তুহিন হোসেন সহ স্থানীয় এলাকাবাসি।