Type to search

মালিতে বাস-ট্রাক সংঘর্ষে ৪১ জনের মৃত্যু

আন্তর্জাতিক

মালিতে বাস-ট্রাক সংঘর্ষে ৪১ জনের মৃত্যু

অপরাজেয়বাংলা ডেক্স: মালিতে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩৩ জন।

মঙ্গলবার (৩ আগস্ট) দেশটির দক্ষিণ-মধ্যাঞ্চলীয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দেশটির পরিবহণ মন্ত্রণালয় জানিয়েছে, পণ্যবোঝাই ট্রাকটিতে শ্রমিক ছিলো।

রাষ্ট্রীয় টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে, টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসে মুখোমুখি আঘাত করে ট্রাক। এতে হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ৩৭ জনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।সূত্র,ডিবিসি নিউজ